SEBA| HSLC| CLASS 10| SOCIAL SCIENCE| QUESTION PAPER - 2015| ASSAM BOARD

  

SEBA| HSLC| CLASS 10| SOCIAL SCIENCE| QUESTION PAPER - 2015| ASSAM BOARD

2015

SOCIAL SCIENCE

(New Course)

Full Marks: 80

Pass Marks: 24

Time: Three hours

The figures in the margin indicate full marks for the questions.

 

1. Choose the correct answer: 1x5= 5

শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা:

শুদ্ধ উত্তরটি বেছে নাও:

(i) During whose Governor General regime Tenant Act, Rayotwari and Mahalwari Systems were introduced in India?

কোনজন বৃটিশ গৱৰ্নৰ জেনেৰেলৰ শাসন কালত ৰায়ত আইন, ৰায়তৱাৰী আৰু মহলৱাৰী প্রথা ভাৰতত প্ৰচলন কৰা হৈছিল?

কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের শাসন কালে রায়ত আইন, রায়তওয়ারী এবং মহলওয়ারী প্রথা ভারতে প্রচলিত হয়েছিল?

(a) Lord Warren Hastings

লর্ড ৱাৰেন হেষ্টিংচ

লর্ড ওয়ারেন হেষ্টিংশ

(b) Lord Cornwallis

লর্ড কর্নৱালিছ

লর্ড কর্নওয়ালিশ

(c) Lord William Bentinck

লর্ড উইলিয়াম বেন্টিংক

লর্ড উইলয়াম বেন্টিংক

(d) Lord Dalhousie

লর্ড ডেলহাউছি

লর্ড ডেলহৌসি

(ii) Which British administrator helped in the formation of Muslim League in 1906?

১৯০৬ চনত মুচলিম লীগ গঠনত সহায় কৰা বৃটিশ প্রশাসক জন কোন আছিল?

১৯০৬ সনে মুসলিম লীগ গঠনে সহায় করা ব্রিটিশ প্রশাসক কে ছিলেন?

(a) Lord Curzon

লর্ড কার্জন

লর্ড কার্জন

(b) Lord Minto

লর্ড মিন্টো

লর্ড মিন্টো

(c) Lord Ripon

লর্ড ৰিপন

লর্ড রিপন

(d) Lord Cornwallis

লর্ড কর্নৱালিছ

লর্ড কর্নওয়ালিশ

(iii) In which National Park of Assam we find wild-horse and white winged duck?

অসমৰ কোনখন ৰাষ্ট্ৰীয় উদ্যানত বনৰীয়া ঘোঁৰা আৰু দেওহহ দেখা যায়?

অসমের কোনটি রাষ্ট্রীয় উদ্যানে বন্য ঘােড়া এবং দেওহস দেখা যায়?

(a) Nameri National Park

নামেৰী ৰাষ্ট্ৰীয় উদ্যান

নামেরি রাষ্ট্রীয় উদ্যান

(b) Kaziranga National Park

কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান

কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান

(c) Manas National Park

মানাহ ৰাত্ৰীয় উদ্যান

মানস রাষ্ট্ৰীয় উদ্যান

(d) Dibru-Saikhowa National Park

ডিব্ৰুছৈখােৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান

ডিব্ৰুসৈখােয়া রাষ্ট্রীয় উদ্যান

(iv) The part of Digasu drainage that flows through Meghalaya is known as –

ডিগাৰু জলধাৰাৰ মেঘালয়ত প্রবাহিত অংশটোৰ নাম '

ডিগারু জলধারার মেঘালয় রাজ্যে প্রবাহিত অংশটির নাম হলাে -

(a) Umtru

উমএ

উমএ

(b) Umium

উমিয়াম

উমিয়াম

(c) Umtereng

উমটেৰেং

উমটেরেং

(d) Umrangshu

উমৰাৰg

উমরাসু

(v) The National Highway (NH) that connects Guwahati with Shillong is _____

গুৱাহাটী আৰু শ্বিলং সংযােগ কৰা ৰাষ্ট্ৰীয় ঘাই পথটো (NH) ' ______

গুয়াহাটি শ্বিলং সংযােগী রাষ্ট্রীয় সড়কটি (NH) হলাে_____

(a) NH 52

৫২ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ,

৫২ নং রাষ্ট্রীয় সড়ক

(b) NH 40

৪০ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ

৪০ নং রাষ্ট্রীয় সড়ক

(c) NH 37

৩৭ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ

৩৭ নং রাষ্ট্রীয় সড়ক

(d) NH 31 

৩১ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ

৩১ নং রায় সডত

2. In which part of Assam tropical evergreen forest is predominantly found?   1

অসমৰ কোনটো অঞ্চলত ক্রান্তীয় চিৰসেউজীয়া অৰণ্য বেছিকৈ দেখা যায়?

অসমের কোনটি অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বেশি দেখা যায়?"

3. Name one major cash crop produced in the Barak Valley.   1

বৰাক উপত্যকাত উৎপন্ন হােৱা এবিধ প্রধান নগদী শষ্যৰ নাম লিখা

বরাক উপত্যকাই উৎপন্ন হওয়া একটি প্রধান অর্থশস্যের নাম লেখাে

4. What is the name of the Central Bank of India?    1

ভাৰতবৰ্ষৰ কেন্দ্ৰীয় বেঙ্কৰ নাম কি?

ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম কী?

5. What was the major aim and objective of ‘Azad Hind Fouz’?  1

আজাদ হিন্দ ফৌজৰ মূল লক্ষ্য আৰু উদ্দেশ্য কি আছিল?

আজাদ হিন্দ ফৌজের মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল?

6. On which day and year the 'Apex Law-book’, i.e. the Constitution of India was adopted?  1

কোন চনৰ কোন তাৰিখে ভাৰতবৰ্ষৰ সর্বোচ্চ আইন অর্থাৎ ভাৰতীয় সংবিধানখন গৃহীত হৈছিল?

কোন সনের কোন তারিখে ভারতবর্ষের সর্বোচ্চ আইন অর্থাৎ ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল?

7. What was the real name of Ajan Fakir?   1

আজান ফকীৰৰ প্ৰকৃত নাম কি আছিল?

আজান ফকীরের প্রকৃত নাম কী ছিল?

8. Name two countries of Asia which experience Equatorial climate.    2

নিৰক্ষীয় জলবায়ু বিৰাজকৰা এছিয়া মহাদেশৰ দুখন দেশৰ নাম লিখা

নিরক্ষীয় জলবায়ু বিরাজ করা এশিয়া মহাদেশের দু'টি দেশের নাম লেখাে

9. Name the districts under Bodoland Territorial Area Districts (BTAD).    2

বড়ােলেণ্ড টেটিৰিয়েল এৰিয়া ডিষ্ট্রিক্টৰ অন্তর্ভূক্ত জিলা কেইখনৰ নাম লিখা

বড়ােল্যাণ্ড টেরিটরিয়েল এরিয়া ডিষ্ট্রিক্টের অন্তর্ভুক্ত জেলা গুলাের নাম লেখাে

10. Mention any two conditions of the Gandhi-Irwin Pact signed in 1931.      2

১৯৩১ চনত স্বাক্ষৰিত হােৱা গান্ধী-আৰউইন চুক্তি যিকোনাে দুটা চর্ত উল্লেখ কৰা

১৯৩১ সনে স্বাক্ষরিত হওয়া গান্ধী-আরউইন চুক্তির যেকোনাে দু'টি সর্ত উল্লেখ করাে

11. What was the ancient Khasi name of Shillong? Who was the first British Political administrator of Khasi Hills?      2

শিলঙৰ পৰণি খাচীয়া নাম কি? কোন বৃটিশ ৰাজনৈতিক প্রশাসকে পােনতে খাচীয়া পাহাৰ শাসন কৰিছিল?

শিলঙের পরননা খাসিয়া নাম কী? কোন ব্রিটিশ রাজনৈতিক প্রশাসক প্রথম খাসিয়া পাহাড় শাসন করেছিলাে?

12. Who arrested Bahadur Gaoburha and Formud Ali for anti-British activities? Write the name of the Jail where both of them were kept as prisoners.       2

বাহাদুৰ গাওঁবুঢ়া আৰু ফর্মুদ আলীক কোনে বৃটিশ বিৰােধী কাম-কাজৰ বাবে গ্রেপ্তাৰ কৰিছিল? তেওঁলােক কোনখন জেলৰ কাৰাবন্দী আছিল লিখা

বাহাদুর গাওঁবুড়া এবং ফর্মুদ আলীকে কে ব্রিটিশ বিরােধী কাজের জন্য গ্রেপ্তার করেছিল?

13. Mention two rivers of India flowing into the Arabian Sea.   2

আৰব সাগৰলৈ বৈ যােৱা ভাৰতবৰ্ষৰ দুখন নদীৰ নাম লিখা

আরব সাগরে প্রবাহিত ভারতবর্ষের দু'টি নদীর নাম লেখাে

14. Mention two evils of money. 2

মুদ্ৰাৰ দুটা কুফল উল্লেখ কৰা

মুদ্রার দু'টি কুফল উল্লেখ করাে

15. Mention the name of two rural banks.    2

দুটা গাঁৱলীয়া বেঙ্কৰ নাম উল্লেখ কৰা

দু'টি গ্রাম্য ব্যাংকের নাম উল্লেখ করাে

16. Mention three major causes of the failure of cooperative societies in Assam.      3

অসমত সমবায় সমিতিবােৰে আশানুৰূপ সফলতা অর্জন কৰিব নােৱাৰাৰ তিনিটা প্রধান কারণ উল্লেখ কৰা

অসমে সমবায় সমিতিগুলাে আশানুরূপ সফলতা অর্জন করতে নাপারার তিনটি প্রধান কারন উল্লেখ করাে

17. Name three agencies generating public opinion.    3

জনমত গঠনৰ তিনিটা অভিকৰণৰ নাম লিখা

জনমত গঠনের তিনটি অভিকরণের নাম লেখাে

18. Write the different terms used by any three major tribes of Assam in lieu of Bihu' festival.

অসমৰ যি কোনাে তিনিটা প্রধান জনজাতীয়েবিহু উৎসৱক কি কি বােলে লিখা

অসমের যে কোনাে তিনটি প্রধান জনজাতীবিহু উৎসবকে কী কী বলে লেখাে

Or/নাইবা/অথবা

Write three conditions mentioned by J.S. Mill for survival of democracy.

পণ্ডিত জে.এচ. মিলৰ মতে গণতন্ত্র বৰ্তি থকাৰ তিনিটা প্রধান চৰ্ত লিখা

পণ্ডিত জে.এস, মিলের মতে গণতন্ত্র বর্তে থাকার তিনটি প্রধান সর্তো লেখাে

19. Mention any four merits of democracy.    4

গণতন্ত্ৰৰ যিকোনাে চাৰিটা গুণ উল্লেখ কৰা

গণতন্ত্রের যে কোনাে চারটি গুণ উল্লেখ করাে

20. Give arguments two each for and against the coalition government.  4

সন্মিলিত চৰকাৰৰ সপক্ষে আৰু বিপক্ষে দুটাকৈ যুক্তি দিয়া

সম্মিলিত সরকারের সপক্ষে এবং বিপক্ষে দুটো করে যুক্তি দাও

21. Mention four aims of United Nations Organisation.               4

জাতিসংঘৰ চাৰিটা উদ্দেশ্য উল্লেখ কৰা

জাতিসংঘের চারটি উদ্দেশ্য উল্লেখ করাে

22. Name four major functions of the National Human Right Commission.             4

ৰাষ্ট্ৰীয় মানব অধিকাৰ আয়ােগৰ চাৰিটা প্রধান কাৰ্য্য উল্লেখ কৰা

রাষ্ট্রীয় মানব অধিকার আয়ােগের চারটি প্রধান কার্য উল্লেখ করাে

23. What do you mean by pressure groups? Briefly discuss their role in functioning of the democracy.        5

প্রভাৱগৌষ্ঠী বুলিলে কি বুজা? গণতন্ত্রত প্রভাবগােষ্ঠীৰ ভূমিকা সম্বন্ধে চমুকৈ আলােচনা কৰা

প্রভাবগােষ্ঠী বলতে কী বােঝ? গণতন্ত্রে প্রভাবগােষ্ঠীর ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্তে আলােচনা করাে

24. Discuss in brief the role played by the people of Assam in the Quit India Movement.   5

ভাৰত ত্যাগ আন্দোলনত অসমৰ মানুহৰ ভূমিকা সম্বন্ধে চমুকৈ আলােচনা কৰা ।।

ভারত ত্যাগ আন্দোলনে অসমের মানুষের ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে

25. Mention any six fundamental duties of Indian citizens.          6

ভাৰতীয় নাগৰিকৰ যি কোনাে ছয়টা মৌলিক-কর্তব্য উল্লেখ কৰা ।।

ভারতীয় নাগরিকের যে কোনাে ছয়টি মৌলিক-কর্তব্য উল্লেখ করাে

26.Discuss the factors influencing agriculture in Asia.             6

এছিয়া মহাদেশৰ কৃষিকার্যত প্ৰভাৱ পেলােৱা কাৰকসমূহ আলােচনা কৰা

এশিয়া মহাদেশের কৃষিকার্যে প্রভাবান্ধিত কারকগুলাে আলােচনা করাে

Or/নাইবা/অথবা

Give an account of the major natural resources of Asia and their utilization.

এছিয়া মহাদেশৰ প্রধান প্রাকৃতিক সম্পদৰ বিতৰণ আৰু ব্যৱহাৰৰ এক খতিয়ান দাঙি ধৰা

এশিয়া মহাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদের বিতরণ এবং ব্যবহার সম্পর্কে এক বর্ণনা দাও

27. Draw a sketch-map of Assam and locate the following in the map.    2+ 4 = 6

অসমৰ এখন নক্সা মানচিত্র আঁকা আৰু তলত দিয়াবােৰ যথাস্থানত বহুওৱা ।।

অসমের একটি নক্সা মানচিত্র অংকন করাে এবং নীচে দেওয়াগুলাে যথাস্থানে বসাও

(i) Subansiri river

সােৱণশিৰি নদী

সােবণশিরি নদী

(ii) Barpeta

বৰপেটা             

বরপেটা

(iii) Chandrapur

চন্দ্ৰপুৰ

চন্দ্রপুর

(iv) Majuli

মাজুলী

মাজুলী

Or/নাইবা/অথবা

(For Blind Candidate Only)

(কেৱল অন্ধ পৰীক্ষাৰ্থীৰ বাবে)

(লে অন্ধ পরীক্ষার্থীর জন্য)

Explain how Rhino-poaching can be checked in Assam.    6

অসমত গড়-হত্যা কেনেকৈ ৰােধ কৰিব পাৰি লিখা

অসমে গড়-হত্যা কীভাবে বন্দ করা যায় লেখাে

 

      

***


SOCIAL SCIENCE SOLVED PAPERS PAGE LINK - Click here


Also Read: 

1. Indian History 

2. MCQ

3. GK